গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পাট অধিদপ্তর
বস্ত্র ও পাট মন্ত্রণালয়
এক নজরে পাট অধিদপ্তর
১. পটভূমি
পাটের ব্যবসা সম্প্রসারণ এবং পাটের বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির জন্য ১৯৫৩ সালে তৎকালীন কেন্দ্রিয় সরকারের অধীনে প্রথমে জুট বোর্ড গঠিত হয়। স্বাধীনতার পর ১৯৭৩ সালের এপ্রিল মাসে জুট বোর্ড বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে পাট বিভাগ সৃষ্টি করা হয়। ১৯৭৬ সালে স্বতন্ত্র পাট মন্ত্রণালয় সৃষ্টি হয়। উহার অধীনে সংযুক্ত দপ্তর হিসেবে পাট পরিদপ্তর সৃষ্টি করা হয়। পরবর্তীতে কাঁচাপাট ও পাটজাত পণ্য সার্বিক ও রপ্তানি উপযোগী রাখার জন্য বিশ্বব্যাংকের সুপারিশের আলোকে ১৯৭৮ সালে পাটপণ্য পরিদর্শন পরিদপ্তর নামে অপর একটি পরিদপ্তর সৃষ্টি করা হয়। ১৯৯২ সালে পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সাবেক ‘পাট পরিদপ্তর’ এবং ‘পাট ও পাটপণ্য পরিদর্শন পরিদপ্তর’ একীভূত করে পাট অধিদপ্তর গঠিত হয়। সাবেক পরিদপ্তর দু’টির মোট জনবলের সংখ্যা ছিল ৭৯৩ জন। নবগঠিত পাট অধিদপ্তরের জনবল নির্ধারণ করা হয় ৪৯৪ জন। সমাপ্ত উন্নয়ন প্রকল্পের ১২০ জন পাট অধিদপ্তরে রাজস্বখাতে স্থানান্তরিত হওয়ায় বর্তমানে অনুমোদিত জনবলের সংখ্যা ৬০৪ জন।
২ ভিশন ও মিশন
ভিশন : দেশে বিদেশে প্রতিযোগিতা সক্ষম টেকসই পাটখাত প্রতিষ্ঠা।
মিশন : পাটচাষি, ব্যবসায়ী ও পাটকলসমূহকে সহায়তাসহ পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পাটখাতের উন্নয়ন।
কৌশলগত উদ্দেশ্যসমূহ :
□ পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি;
□ আইন ও বিধিমালা প্রয়োগ জোরদারকরণ;
□ পাট ও পাটজাত পণ্যের ব্যবসায় সহযোগিতা প্রদান;
□ মানবসম্পদ উন্নয়ন;
□ পাটখাতে বিনিয়োগে সুযোগ সম্প্রসারণ।
৩. জনবল ও আঞ্চলিক অফিস বিন্যাস
রাজস্বখাতে অনুমোদিত জনবল:
গ্রেড |
অনুমোদিত পদ |
কর্মরত |
শূন্য |
১ম শ্রেণি |
৭৩ |
৬৩ |
১০ |
২য় শ্রেণি |
৫১ |
২৯ |
২২ |
৩য় শ্রেণি |
৪০৮ |
৮৭ |
৩২১ |
৪র্থ শ্রেণি |
৭২ |
১৪ |
৫৮ |
সর্বমোট |
৬০৪ |
১৯৩ |
৪১১ |
আঞ্চলিক/মাঠ পর্যায়ের অফিস বিন্যাস (বিদ্যমান সাংগঠনিক কাঠামো অনুযায়ী)
ক্রম |
কার্যালয়ের নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
সংখ্যা |
০১. |
আঞ্চলিক কার্যালয় |
সহকারী পরিচালক (পাট) |
১০ টি |
০২. |
পাটপণ্য পরীক্ষাগার |
সহকারী পরিচালক (পরীক্ষণ) |
০৩ টি |
০৩. |
পাটপণ্য পরিদর্শন জোন কার্যালয় |
সহকারী পরিচালক (পরিদর্শন) |
০৫ টি |
০৪. |
মুখ্য পরিদর্শকের কার্যালয় |
মুখ্য পরিদর্শক |
৪২ টি |
০৫. |
পরিদর্শকের কার্যালয় |
পরিদর্শক |
৭৯ টি |
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের মাঠ পর্যায়ের অফিস বিন্যাস :
ক্রম |
কার্যালয়ের নাম |
অফিস প্রধান |
কার্যালয় সংখ্যা |
০১ |
পাট ঊন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
পাট উন্নয়ন কর্মকর্তা |
৪৫ টি |
০২ |
উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা |
২২৮ টি |
৪. অধিদপ্তরের দায়িত্ব ও কার্যাবলির সংক্ষিপ্ত বিবরণ :
০১. পাট আইন, ২০১৭ এবং দি জুট (লাইসেন্সিং এন্ড এনফোর্সমেন্ট) রুলস ১৯৬৪ প্রয়োগ ও বাস্তবায়ন;
০২. পণ্যে পাটজাতমোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩ প্রয়োগ ও বাস্তবায়ন;
০৩. পাট আইন, ২০১৭ এর আওতায় পাট (লাইসেন্সিং এন্ড এনফোর্সমেন্ট) বিধিমালা, ২০২৩ প্রণয়ন;
০৪. পাট ও পাটজাত পণ্য ব্যবসায়ের লাইসেন্স ইস্যু ও নবায়ন এবং প্রধান কার্যালয় হতে পাট ও পাটজাত পণ্যের অনলাইন (Automation) লাইসেন্স ইস্যু ও নবায়ন;
০৫. মাঠ পর্যায়ের শূন্যপদ পূরণে মন্ত্রণালয়ের ছাড়পত্র গ্রহণ/পিএসসি’তে চাহিদাপত্র প্রেরণ এবং সরাসরি জনবল নিয়োগের মাধ্যমে শুন্য পদ পুরণ;
০৬. পাট আবাদি জমির পরিমাণ, পাট উৎপাদনের পূর্বাভাস ও পূর্ববর্তী বছরের তুলনামূলক পরিসংখ্যান সংগ্রহ, সংকলন, সরবরাহ ও সংরক্ষণ;
০৭. পাটজাত পণ্যের মান পরিদর্শন, পরীক্ষণ ও মানসম্পন্ন পণ্য উৎপাদনে পাটকলসমূহকে সহায়তা প্রদান;
০৮. মানবসম্পদ উন্নয়নে কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান;
০৯. প্রকল্পের আওতায় মানসম্মত পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ। পাট চাষের উন্নয়ন, পাট চাষিদের উন্নত প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ প্রদান, পাটচাষি সমাবেশ আয়োজন ও উদ্বুদ্ধকরণ এবং
১০. পাট ও পাটজাত পণ্যঃ বর্ষপণ্য-২০২৩ পালনের অংশ হিসাবে মেলা/কর্মশালা/সেমিনার ইত্যাদি আয়োজন ও সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলি বাস্তবায়ন।
৫. উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন :
উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন: পাট এদেশের সোনালী আঁশ বলে খ্যাত। সোনালী আঁশের ঐতিহ্য ও সমৃদ্ধি বাড়াতে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের মেয়াদকাল জুলাই, ২০১৮ হতে জুন, ২০২৫ পর্যন্ত।
সাম্প্রতিক বছরসমূহের প্রকল্পের (৩বছর) প্রধান অর্জনসমূহ:
উচ্চ ফলনশীল (উফশী) পাটবীজ উৎপাদনে আত্মনির্ভরশীলতা অর্জন এবং মানসম্মত পাটের উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও অব্যাহত সহায়তা প্রদান। প্রকল্পের প্রত্যক্ষ তত্বাবধানে বিগত বছর সমূহে ৫,৭২,৬২৭ (একর) জমিতে ১৭৪২.৫ মে.টন প্রত্যায়িত পাটবীজ বিতরণ, ৮৭৭৭.৯ (একর) জমিতে ১৭.৯৩ মে.টন ভিত্তি পাটবীজ বিতরণ করা হয়। বিগত বছরে ৪১.৬৩ লক্ষ বেল পাট ও ১৬১৮.৩৯ মেট্রিক টন পাটবীজ উৎপাদন হয়। চাষীদের উৎপাদিত ৩৪২.০৫ মেট্টিক টন পাটবীজ প্রকল্পের মাধ্যমে ক্রয় করা হয়। চলমান প্রকল্পের আওতায় দেশের ৪৫টি জেলার ২২৮টি উপজেলায় মানব সম্পদ উন্নয়নে ১,০৪,৪৪৫ জন পাটচাষীকে প্রশিক্ষণ প্রদান, ৪,৬৮,৩৩৪ জন চাষীকে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ, ৩৯টি জেলায় পাটচাষী সমাবেশ হয়, পাট চাষে চাষীদে উৎসাহিত করণ এবং নিজেদের মধ্যে তথ্য বিনিময়ের জন্য ১৮৫৩টি মাঠ দিবস, পাট পঁচনের জন্য চাহিদা অনুযায়ী কৃষি ভর্তুকির মাধ্যমে পাটচাষীর জমিতে অগভীর গর্ত খনন করে পানি সেচের মাধ্যমে ৯২টি প্রদর্শনীর মাধ্যমে পাট পঁচনে সহয়তা প্রদান, ১৮,৩০,২৮৪ জন পাট চাষীকে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।