Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd অক্টোবর ২০২৪

প্রকল্পের সার সংক্ষেপ

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের সার-সংক্ষেপ

 

পাট এদেশের সোনালী আঁশ বলে খ্যাত। সোনালী আঁশের ঐতিহ্য ও সমৃদ্ধি বাড়াতে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের মেয়াদকাল জুলাই, ২০১৮ হতে জুন, ২০২৫ পর্যন্ত।

 

 

সাম্প্রতিক বছরসমূহের প্রকল্পের (৩বছর) প্রধান অর্জনসমূহ:

 

উচ্চ ফলনশীল (উফশী) পাটবীজ উৎপাদনে আত্মনির্ভরশীলতা অর্জন এবং মানসম্মত পাটের উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও অব্যাহত সহায়তা প্রদান। প্রকল্পের প্রত্যক্ষ তত্বাবধানে বিগত বছর সমূহে ৫,৭২,৬২৭ (একর) জমিতে ১৭৪২.৫ মে.টন প্রত্যায়িত পাটবীজ বিতরণ, ৮৭৭৭.৯ (একর) জমিতে ১৭.৯৩ মে.টন ভিত্তি পাটবীজ বিতরণ করা হয়। বিগত বছরে ৪১.৬৩ লক্ষ বেল পাট ও ১৬১৮.৩৯ মেট্রিক টন পাটবীজ উৎপাদন হয়। চাষীদের উৎপাদিত ৩৪২.০৫ মেট্টিক টন পাটবীজ প্রকল্পের মাধ্যমে ক্রয় করা হয় এবং চাষীদের মধ্যে বিতরণ করা হয়। চলমান প্রকল্পের আওতায় দেশের ৪৫টি জেলার ২২৮টি উপজেলায় মানব সম্পদ উন্নয়নে ১,০৪,৪৪৫ জন পাটচাষীকে প্রশিক্ষণ প্রদান, ৪,৬৮,৩৩৪ জন চাষীকে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ, ৩৯টি জেলায় পাটচাষী সমাবেশ হয়, পাট চাষে চাষীদের উৎসাহিত করণ এবং নিজেদের মধ্যে তথ্য বিনিময়ের জন্য ১৮৫৩টি মাঠ দিবস, পাট পঁচনের জন্য চাহিদা অনুযায়ী কৃষি ভর্তুকির মাধ্যমে পাটচাষীর জমিতে অগভীর গর্ত খনন করে পানি সেচের মাধ্যমে ৯২টি প্রদর্শনীর মাধ্যমে পাট পঁচনে সহয়তা প্রদান, ১৮,৩০,২৮৪ জন পাট চাষীকে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।

 

প্রকল্প বাস্তবায়ন:

প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা ও অর্জন:

ক্রমিক নং

বিষয়

২০২৩-২৪

লক্ষ্যমাত্রা

অর্জন

০১

প্রত্যায়িত বীজ বিতরণ

৫৭৩ মে.টন

৫৮২.৫ মে.টন

০২

পাট উৎপাদন

১৪ লক্ষ বেল

১৪.৩৬ লক্ষ বেল

০৩

ভিত্তি পাটবীজ বিতরণ

১.৯ মে.টন

১.৮৭ মে.টন

০৪

বীজ উৎপাদন

১৩০ মে.টন

২৫৩.৩৪ মে.টন

০৫

চাষী প্রশিক্ষণ

৪৪,৯২৫ জন

৪৪,৭৪১জন

ব্যাচ সংখ্যা=৫৯৯টি

 

প্রকল্প বাস্তবায়নে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:

 

  • মাঠ পর্যায়ে পাট ও পাটবীজ উৎপাদন সম্পর্কিত কারিগরি জ্ঞান ও কলাকৌশলের সম্প্রসারণ।
  • পাট ও পাটবীজ উৎপাদনের জন্য বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত উফশী তোষা পাটের জাতসমূহ কৃষক পর্যায়ে দ্রুত সম্প্রসারণ।
  • নাবী পদ্ধতিতে পাটবীজ উৎপাদনের আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষদের উদ্বুদ্ধকরণ।
  • উন্নত পদ্ধতিতে পাট পচনে কৃষকদের উদ্বুদ্ধকরণ।
  • চাষী সমাবেশ, চাষী প্রশিক্ষণ, প্রদর্শনী প্লট স্থাপন, কৃষি প্রদর্শনী, মাঠ দিবস ও মাঠ পরিদর্শন ইত্যাদির মাধ্যমে কৃষকদের সঠিক পরামর্শ প্রদান।
  • নির্বাচিত কৃষকদের মধ্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি (ভিত্তি, প্রত্যায়িত ও টিএলএস পাটবীজ, রাসায়নিক সার, বালাইনাশক ও সহায়ক দ্রব্যাদি স্প্রেয়ার মেশিন, জার্মিনেটর, আদ্রতা মিটার, ওজন মেশিন ইত্যাদি বিনামূল্য সরবরাহকরণ।

 

উপসংহার: প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দক্ষ কারিগরি জনবল তৈরী, উফশী পাট ও পাটবীজ উৎপাদনের উন্নত প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষকদের এ সকল কাজে সম্পৃক্তকরণ, উৎপাদিত বীজ ক্রয় ও বিপণনের মাধ্যমে চাষীদের সাথে সরকারী দপ্তরের সমন্বয়, তথ্য উপাত্ত প্রাপ্তি সহজিকরণ, চাষীদের মধ্যে পাট ও পাটবীজ সম্পর্কিত তথ্যের আদান প্রদান, পাট ও পাটবীজের মূল্য নিশ্চিতকরণ, উপকরণ বিতরণে ডিজিটাল পদ্ধতির ব্যবহার, ওয়েবসাইট ও অ্যাপস এর মাধ্যমে কারিগরি তথ্যাদি কৃষক পর্যায়ে সরবরাহ, মাঠ পর্যায়ের স্থাপনাদির ব্যবহার হবে। সর্বোপরি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goal -sdg) অর্জনে প্রকল্পটি সহায়ক ভূমিকা পালন করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পাটবীজের আমদানীনির্ভরতা অনেকাংশেই কমে যাবে। পাট ও পাটজাত পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আরও বেশী বৈদেশিক মুদ্রা অর্জন সহায়ক হবে।