১। দপ্তর/সংস্থা/বিভাগীয় কার্যালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবছরের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা
২। আঞ্চলিক কার্যালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবছরের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা
৩। জেলা কার্যালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবছরের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা
৪। কর্মপরিকল্পনা বাস্তবায়নের গাইড লাইন
পাট অধিদপ্তর কর্তৃক ইতঃপূর্বে ০৩(তিন)টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন করা হয়। নিম্নে উল্লিখিত উদ্ভাবিত/সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবাসমূহ বর্তমানে চলমান রয়েছে।
ক্রমিক নং |
ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা্/আইডিয়ার নাম |
সেবা্/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ |
সেবা্/আইডিয়াটি কার্যকর আছে কিনা?/ কার্যকর না থাকলে কারণ |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন কিনা |
সেবার লিংক |
সেবা/আইডিয়াটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণকারী |
বাস্তবায়ন কাল (অর্থবছর) |
০১. |
পাট অধিদপ্তরের মাঠ পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরির মাসিক রিপোর্ট অনলাইনের মাধ্যমে দাখিলের নিমিত্ত Smart Jute Information Software’ তৈরি।
|
পাট অধিদপ্তরের মাঠ পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরির মাসিক রিপোর্ট অনলাইনের মাধ্যমে দাখিলের নিমিত্ত ২০২২-২৩ অর্থবছরের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার আওতায় ‘Online Report Management System’ তৈরি করা হয়। পরবর্তীতে ২০২৩-২৪ অর্থবছরে সফ্টওয়ারের ফিচারসমূহ আপডেট ও যুগোপযোগী করে Smart Jute Information Software’ নামকরণ করা হয়। |
সেবাটি বর্তমানে কার্যকর আছে |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন |
মহাপরিচালক পাট অধিদপ্তর |
মার্চ, ২০২৩ |
|
০২. |
অনলাইনের মাধ্যমে পাট ব্যবসায়ের লাইসেন্স আবেদন গ্রহণ ও নিষ্পত্তি
|
অনলাইনের মাধ্যমে সরকারি সেবার ওয়েবসাইট `myGov’ এর মাধ্যমে পাট অধিদপ্তর কর্তৃক প্রদেয় পাট ব্যবসায়ের বিভিন্ন ক্যাটাগরির লাইসেন্স আবেদন গ্রহণ ও নিষ্পত্তি |
সেবাটি বর্তমানে কার্যকর আছে |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন |
|
মহাপরিচালক পাট অধিদপ্তর |
আগস্ট, ২০২৩ |
০৩ |
e-Store Management Software তৈরি |
পাট অধিদপ্তরের স্টোরে রক্ষিত ও নিত্য ব্যবহায সামগ্রী ক্রয়, এন্ট্রি এবং বিতরণ ব্যবস্থা আরও সহজীকরণ এবং স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে e-Store Management Software তৈরি করা হয়েছে। |
সেবাটি বর্তমানে কার্যকর আছে |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন |
মুহাম্মদ শামীম আল মামুন তালুকদার মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার পাট অধিদপ্তর |
জুন, ২০২৪ |
|
|