Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ ডিসেম্বর ২০২৪

ই-গভর্নেন্স ও উদ্ভাবন বিষয়ক কর্মপরিকল্পনা ২০২৪-২৫

১। দপ্তর/সংস্থা/বিভাগীয় কার্যালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবছরের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা

২। আঞ্চলিক কার্যালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবছরের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা

৩। জেলা কার্যালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবছরের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা

৪। কর্মপরিকল্পনা বাস্তবায়নের গাইড লাইন

 

পাট অধিদপ্তর কর্তৃক ইতঃপূর্বে ০৩(তিন)টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন করা হয়। নিম্নে উল্লিখিত উদ্ভাবিত/সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবাসমূহ বর্তমানে চলমান রয়েছে।

 

 

ক্রমিক নং

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা্/আইডিয়ার নাম

সেবা্/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ

সেবা্/আইডিয়াটি কার্যকর আছে কিনা?/ কার্যকর না থাকলে কারণ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন কিনা

সেবার লিংক

সেবা/আইডিয়াটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণকারী

বাস্তবায়ন কাল

(অর্থবছর)

০১.

পাট অধিদপ্তরের মাঠ পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরির মাসিক রিপোর্ট অনলাইনের মাধ্যমে দাখিলের নিমিত্ত Smart Jute Information Software’ তৈরি।

 

পাট অধিদপ্তরের মাঠ পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরির মাসিক রিপোর্ট অনলাইনের মাধ্যমে দাখিলের নিমিত্ত ২০২২-২৩ অর্থবছরের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার আওতায় ‘Online Report Management System’ তৈরি করা হয়। পরবর্তীতে ২০২৩-২৪ অর্থবছরে সফ্টওয়ারের ফিচারসমূহ আপডেট ও যুগোপযোগী করে Smart Jute Information Software’ নামকরণ করা হয়। Smart Jute Information Software’এর মাধ্যমে পাট অধিদপ্তরের মাঠ পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিরর মাসিক রিপোর্ট দাখিল করা হয়।

সেবাটি বর্তমানে কার্যকর আছে

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন

https://sjis.dgjute.gov.bd/#/dashboard

মহাপরিচালক

পাট অধিদপ্তর

মার্চ, ২০২৩

০২.

অনলাইনের মাধ্যমে পাট ব্যবসায়ের লাইসেন্স আবেদন গ্রহণ ও নিষ্পত্তি

 

অনলাইনের মাধ্যমে সরকারি সেবার ওয়েবসাইট `myGov’ এর মাধ্যমে পাট অধিদপ্তর কর্তৃক প্রদেয় পাট ব্যবসায়ের বিভিন্ন ক্যাটাগরির লাইসেন্স আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হয়।

সেবাটি বর্তমানে কার্যকর আছে

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন

https://www.mygov.bd/

 

মহাপরিচালক

পাট অধিদপ্তর

আগস্ট, ২০২৩

০৩

e-Store Management Software তৈরি

পাট অধিদপ্তরের স্টোরে রক্ষিত ও নিত্য ব্যবহার্য সামগ্রী ক্রয়, এন্ট্রি এবং বিতরণ ব্যবস্থা আরও সহজীকরণ এবং স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে e-Store Management Software তৈরি করা হয়েছে।

সেবাটি বর্তমানে কার্যকর আছে

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন

http://103.84.36.246:9005/

মুহাম্মদ শামীম আল মামুন তালুকদার

মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার

পাট অধিদপ্তর

জুন, ২০২৪