Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd অক্টোবর ২০১৮

কার্যাবলী

পাট অধিদপ্তরের সার্বিক কার্যাবলীঃ

 

(১)  পাট আইন, ২০১৭ এবং দি জুট (লাইসেন্সিং এণ্ড এনফোর্সমেন্ট) রুলস, ১৯৬৪ প্রয়োগ ও বাস্তবায়ন;

(২)  পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩ প্রয়োগ ও বাস্তবায়ন;

(৩)  পাট ও পাটজাত পণ্য ব্যবসায়ে বিভিন্ন প্রকার লাইসেন্স প্রদান;

(৪)  পাটখাতের উন্নয়নে সকল প্রকার আইন, বিধিমালা ও নীতিমালা প্রণয়নে সরকারকে সহায়তা প্রদান;

(৫)  পাট আবাদী জমির পরিমান, পাট উৎপাদনের পূর্বাভাস ও পূর্ববর্তী বছরের তুলনামুলক পরিসংখ্যান সংগ্রহ, সংকলন, সরবরাহ ও সংরক্ষণ;

(৬)  পাট ও পাটজাত পণ্যের ব্যবসায়ী, রপ্তানীকারক, পাটকলের গুদামে বছরান্তে মওজুদ পাট ও পাটজাত পণ্যের পরিমান সরজমিনে নিরীক্ষা, তথ্য সংগ্রহ ও সংকলন করে সরকারকে অবহিতকরণ ও সংরক্ষণ;

(৭)  রপ্তানীতব্য পাটজাত পণ্যের বাধ্যতামূলক মান পরিদর্শন, পরীক্ষণ ও মানসম্পন্ন পণ্য উৎপাদনে পাটকলসমূহকে সহায়তা প্রদান;

(৮)  পাট ও পাটজাত পণ্য ব্যবসায়ে যে কোন ধরণের অভিযোগ বা দাবী তদন্ত ও নিষ্পত্তিকরণ;

(৯)  রপ্তানীকারক ও পাটকলসহ পাট ও পাটজাত পণ্য ব্যবসায়ীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা, বাজার পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সরকারকে অবহিতকরণ;

(১০)  রপ্তানীর উদ্দেশ্যে গুদামে পাট প্রক্রিয়াজাতকালীন যাঁচাই, বাঁধাই, গুনগতমান, আর্দ্রতা ইত্যাদি পরিদর্শন করা;

(১১)  উন্নত জাতের পাটবীজ উৎপাদন, আধুনিক কলাকৌশল প্রয়োগের মাধ্যমে অল্প জমিতে অধিক পরিমান উচ্চফলনশীল পাট উৎপাদন, পানির অভাবে রিবন রেটিং পদ্ধতিতে পাট পচানো এবং পাটের শ্রেণী বিন্যাস সম্পর্কে পাট চাষীদেরকে প্রশিক্ষণ প্রদান ও উদ্বুদ্ধকরণ; এবং

(১২)  সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলি এবং বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন।

 

মাঠ পর্যায়ের কার্যাবলীঃ

 

ক) সহকারী পরিচালক(পাট) পদের দায়িত্ব ও কার্যাবলীঃ

  • দূর্নীতি যথা- ভিজা পাটের ব্যবসা, ওজনে বেশী নেয়া, কম দরে পাট ক্রয়, বিনা লাইসেন্সে পাট ব্যবসা করা, ওভার গ্রেডিং, আন্ডার গ্রেডিং, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং ইত্যাদি দমনে প্রাথমিক, মাধ্যমিক ও প্রান্তিক বাজার এবং সরকারী ও বেসরকারী পাট ক্রয় কেন্দ্র নিয়মিত পরিদর্শনসহ পাট অধ্যাদেশ, ১৯৬২ প্রয়োগ ও বাস্তবায়ন;
  • দি জুট (লাইসেন্সিং এন্ড এনফোর্সমেন্ট) রুলস, ১৯৬৪ এর বিধি-বিধানসমূহ ও সরকারের জারীকৃত আদেশসমূহ সঠিকভাবে অনুসরণ হচ্ছে কিনা তা সরজমিনে দেখার জন্য পাটকল, বেসরকারী পাট ও পাটজাত পণ্য রপ্তানিকারক, কাঁচ্চা ও পাক্কা বেলারদের ব্যবসাস্থল পরিদর্শনসহ উক্ত বিধিমালা প্রয়োগ ও বাস্তবায়ন;
  • দি জুট (লাইসেন্সিং এন্ড এনফোর্সমেন্ট) রুলস, ১৯৬৪ এর তফসিলে যেভাবে বর্ণিত থাকবে সেভাবে পাট ও পাটজাত পণ্যের ব্যবসার লাইসেন্স প্রদান;
  • পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩ প্রয়োগ ও বাস্তবায়নের নিমিত্ত মোবাইল কোর্ট পরিচালনার প্রসিকিউশন প্রদান;
  • অধিনস্তদের কার্যকলাপ সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান;
  • পাট উৎপাদন হতে রপ্তানিকরণ পর্যন্ত সকল প্রকার পরিসংখ্যান/তথ্যাদি যথা- পাট বুনানী, পাট ফসলের অবস্থা, পাটের আমদানী, পাটের বাজারদর, বিদেশে রপ্তানি ও মিলে ব্যবহৃত পাটের পরিমান মুখ্য পরিদর্শক ও পরিদর্শকগণের মাধ্যমে সংগ্রহ করে প্রধান কার্যালয়ে প্রেরণ;
  • বৎসরান্তে মজুদ পাটের পরিমান অধীনস্ত কর্মচারী সহযোগে সরজমিনে নিরুপন করা;
  • উৎকৃষ্টমানের পাট ও পাটবীজ উৎপাদনের এবং গ্রেডিং এর বিষয়ে পাট চাষীকে উপদেশ দেয়া এবং এ বিষয়ে সকল প্রকার জরিপ কাজ তদারকী করা;
  • স্থানীয় প্রশাসন, কৃষি দপ্তর ও অন্যান্য সরকারী দপ্তর/সংস্থাকে পাট উৎপাদন ও পাটের সুষ্ঠু বাজারজাতকরণ বিষয়ে সহযোগিতা করা;
  • পাটনীতি-২০১৮ এর উদ্দেশ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন;
  • অধীনস্ত কর্মকর্তা/কর্মচারীদের ভ্রমণসূচি অনুমোদন এবং ভ্রমণ বিল মঞ্জুর করা; এবং
  • উধ্র্বতন কর্মকর্তাগণ কর্তৃক সময় সময় অর্পিত অন্যান্য কার্যাদি সম্পাদন।

 

 



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon