Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুন ২০২৩

প্রকল্প সার-সংক্ষেপ

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প

পাট অধিদপ্তর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়

৯৯, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের সার-সংক্ষেপ :

প্রকল্পের শিরোনাম

:

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ

উদ্যোগী মন্ত্রণালয়

:

বস্ত্র ও পাট মন্ত্রণালয়

বাস্তবায়কারী সংস্থা

:

পাট  অধিদপ্তর

বাস্তবায়নকাল

:

জুলাই, ২০১৮ হতে জুন, ২০২৫ পর্যন্ত

প্রাক্কলিত ব্যয়

:

মোট জিওবি - ৩৭৬৪৬.৭৪ লক্ষ টাকা

একনেক সভায় অনুমোদন

:

২৯/০৫/২০১৮ খ্রি:

প্রাক্কলিত ব্যয়

:

৩৭৬৪৬.৭৪ লক্ষ টাকা

মোট জনবল

 

৫৪৩ জন

প্রকল্প এলাকা

:

  • পাট উৎপাদন - ৪৬টি জেলার ২৩০টি উপজেলা
  • পাটবীজ উৎপাদন - ৩৬টি জেলার ১৫০টি উপজেলা
  • পাট পচন - ২৮টি জেলার ১০০টি উপজেলা

প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা

:

  1. জাতীয় চাহিদাপূরণের জন্য পাট ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক উন্নত প্রযুক্তির সম্প্রসারণ করা;
  2.  প্রকল্প মেয়াদে ৭৫,০০০ জন কৃষকের ১৫১৮০ হেক্টর জমিতে ৭৫০০ মেঃ টন উচ্চফলনশীল পাটবীজ উৎপাদন এবং নিম্নমানের পাটবীজের স্থলে উফশী পাটবীজ প্রতিস্থাপন করা;
  3. প্রকল্প মেয়াদে ৬,৯০,০০০ জন কৃষক ৪৬০৯৩০ হেক্টর জমিতে ৭০.৮৬০-  ৮২.৬৬৫ লক্ষ বেল মানসম্মত তোষা পাট উৎপাদন করা;
  4. পরিমানগত ও গুণগতমান উন্নয়নের মাধ্যমে সার্বিকভাবে পাটের উৎপাদন বৃদ্ধি করা;
  5. উন্নত পদ্ধতি ও কলাকৌশল অবলম্বন করে পাটবীজ উৎপাদনে ৭৫০০০ জন এবং মানসম্মত পাট উৎপাদনে ৩৪৫০০০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা;
  6. বীজ উৎপাদনকারী কৃষকদের নিকট থেকে পর্যায়ক্রমে মোট ১০০০ মেঃটন প্রত্যয়িত বীজ অথবা টিএলএস বীজ ক্রয় করা এবংপাট উৎপাদনকারী কৃষকদের মাঝে তা বিতরণ করা;

প্রকল্পের আওতায় করণীয় কাজ :

 
  • জনবল নিয়োগ;
  • ২২৭ টি অফিস স্থাপন;
  • পাট ও পাটবীজ উৎপাদনের জন্য স্বতন্ত্র কৃষক নির্বাচন ও ডাটাবেজ প্রস্তুতকরণ;
  • কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ ও কৃষক প্রশিক্ষণ;
  • অফিস আসবাবপত্র, সরঞ্জাম ও উপকরণাদি ক্রয়;
  • উপকরণ এবং যন্ত্রপাতিসমূহ সরবরাহ ও বিতরণ।
 

 

 

প্রকল্প সার-সংক্ষেপ পিডিএফ প্রকল্প সার-সংক্ষেপ পিডিএফ