Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ সেপ্টেম্বর ২০১৫

লাইসেন্স সংক্রান্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পাট অধিদপ্তর

বস্ত্র ও পাট মন্ত্রনালয়

 

লাইসেন্স মঞ্জুরীর জন্য তথ্যাবলী :

 

ক) মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাটজাত দ্রব্য রপ্তানিকারক লাইসেন্স মঞ্জুরীর জন্য প্রয়োজনীয় কাগজপত্র :

 

০১। নির্ধারিত ফরমে আবেদন পত্র (এই ওয়েব সাইটের ডাউনলোড মেনু দ্রষ্টব্য) ;

০২। ১-৪১৩৫-০০০১-২৬৪১ নম্বর কোডে ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা ট্রেজারী চালানের মাধ্যমে ব্যাংকে জমাপূর্বক চালানের মূলকপি ;

০৩। বর্তমান সময়ের ব্যাংক সলভেন্সি সনদপত্র(মূল/সত্যায়িত কপি) ;

০৪। বাংলাদেশ জুট গুডস এসোসিয়েশন এর মূল সদস্য সনদপত্র অথবা উহার সত্যায়িত কপি ;

০৫। এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট(মূল/সত্যায়িত কপি) ;

০৬। আয়কর সনাক্তকরণ নম্বর সনদপত্র (মূল/সত্যায়িত কপি) ;

০৭। ট্রেড লাইসেন্স (মূল/সত্যায়িত কপি) ;

০৮। জাতীয়তা সনদপত্র/ভোটার আইডি কার্ডের সত্যায়িত কপি (মালিকসহ পরিবারের প্রাপ্ত বয়স্ক সদস্যদের) ;

০৯। স্থাবর সম্পদের অবস্থান ও মূল্য বিবরণী (দলিলের সত্যায়িত কপি) ;

১০। পরিবারের প্রাপ্ত বয়স্ক সদস্যদের নাম, স্থায়ী বাসস্থান ও জাতীয়তা।